ছাত্রনেতা জোবায়েদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই : এ্যাড. আজিজুর রহমান মোল্লা
ছাত্রনেতা জোবায়েদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই : এ্যাড. আজিজুর রহমান মোল্লা।
মইনুল ইসলাম মিশুক; হোমনা উপজেলা প্রতিনিধি;
কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গতকাল শনিবার (১৯ অক্টোবর ২০২৫) ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জোবায়েদ হোসেন।
সে জবির শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ।
তিনি হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের জনাব মোবারক হোসেনের পুত্র এবং হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ আক্তার হোসেনের ভাতিজা। সম্ভাবনাময় এই ছাত্রনেতার অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আজ সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাড়িতে উপস্থিত হন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রসংসদের প্রথম ভিপি এ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা।
বাড়িতে পৌঁছে নিহতের আত্মীয়দের বুকের ভেতর জড়িয়ে কান্না জড়িত কণ্ঠে এ্যাড. মোঃ আজিজুর রহমান মোল্লা বলেন,
"জোবায়েদ ছিল এক অনন্য চরিত্রের অধিকারী—শান্ত, বিনয়ী, অমায়িক আর অত্যন্ত মেধাবী একজন তরুণ। তার চোখে ছিল স্বপ্ন, পরিবার আর দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছে। আজ সেই স্বপ্নগুলোও রক্তের সাথে মিশে গেল।
এই সময় উপস্থিত সবাইকে আবেগে আপ্লুত হয়ে পড়তে দেখা যায়। পাশে থাকা লোকজনও কান্না সংবরণ করতে পারে নি। সবার বুকের ভেতর হাহাকার। গোপন দীর্ঘশ্বাস।
এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা আরও বলেন, “এটি শুধু একটি পরিবারের নয়, আমাদের দেশের অপূরনীয় ক্ষতি হল। এমন সম্ভাবনাময় তরুণদের হারালে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়।”
এ্যাড. মোঃ আজিজুর রহমান মোল্লা জোবায়েদ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

No comments