হোমনা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে ৩ জন।
হোমনা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে ৩ জন,
মোট ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মইনুল ইসলাম মিশুক; হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ লি./বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৫ উপলক্ষে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে মনোনয়ন গ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে একজন এবং ছয়টি ব্লক থেকে সদস্য পদে মোট ১১ জনসহ সর্বমোট ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, ছয় ব্লকভিত্তিক সদস্য পদের মধ্যে ২, ৩ ও ৬ নম্বর অঞ্চলে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সভাপতি পদ ও ১, ৪ এবং ৫ নম্বর অঞ্চলে একাধিক প্রার্থী থাকায় সেখানে ভোট গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মনোনয়ন বাছাই ও প্রত্যাহারের সময় প্রার্থীদের মধ্যে সমঝোতা হলে সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সভাপতি পদে মনোনয়ন দাখিল করা মো. মোতালিব ও মো. আবু নাছের ওয়াহেদ (সম্পদ) দুই প্রার্থীই পূর্বে সমিতির সভাপতি ছিলেন এবং আরেক সভাপতি প্রার্থী মো. আক্তার হোসেন পূর্বে সহ-সভাপতি ছিলেন। তিনজনই স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১১ নভেম্বর মনোনয়ন বাছাই ও তালিকা প্রকাশ, ১২-১৩ নভেম্বর আপিল গ্রহণ এবং ১৬-১৮ নভেম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ ও ২০ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২২ নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ হবে ২৩ নভেম্বর। আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলমের নেতৃত্বে কমিটিতে রয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও বিআরডিবির জুনিয়র অফিসার (হিসাব) মো. জামাল উদ্দিন। সার্বিক সহযোগিতায় রয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পরিদর্শক আব্দুল মান্নান, মুছা আহম্মেদ ও মোঃ শরিফ।

No comments