Banner728x90

Breaking News

সাম্যের পণ | কবিতা

সাম্যের পণ
এস এম রবিউল ইসলাম (রবি)

সাম্যের পণ | কবিতা
হৃদয় খুলে আপন করো
আমরা সবাই ভাই,
এক দুয়ারে জন্ম মোদের
ভেদাভেদ ভুলে যাই।

রক্ত দিয়ে জীবন দিয়ে
গড়া মোদের তরী,
হানাহানি ছেড়ে দিয়ে
ঐক্য মোরা গড়ি।

বর্ণ মোদের না হোক এক
হোক'বা সাদা কালো,
মতানৈক্য ভুলে গিয়ে
এক কাতারে চলো।

আমরা সবাই ভাই ভাই
নইতো অপর জন,
চলার পথ এক করে তাই
করি সাম্যের পণ।

No comments