Banner728x90

Breaking News

মা-বাবা -কবিতা

মা-বাবা

এস এম রবিউল ইসলাম (রবি)


মা কথাটি বড়-ই সহজ

মিষ্টি দিয়ে আঁকা,

একটু খানি ক্ষয়ক্ষতিতে

চাদর দিয়ে ঢাকা।


বাবা কথাটি যদিও ভাই

দু’টি বর্ণে আঁকা,

হাড় কাঁপানো শীতে দিনেও

চাদর বিহীন হাটা।


অন্নের খোঁজে কষ্ট করে

পেল দু-আনা আটা,

সারা দিনে অন্নের টানে

পেটে পরেছে চাপা।


মা দেখ ভাই তাকিয়ে আছে

আসবে খোকার বাবা,

অন্নের টানে ছোট্ট খোকা

করছে বাবা বাবা।



সন্ধা পেরিয়ে রাত হলো ভাই

আসলো খোকার বাবা,

এতক্ষণে ঘুমিয়েছে খোকা

দীর্ঘ স্বাসে ঘুম আঁকা।

হঠাৎ কানে শব্দ এলো

কাগজের আওয়াজ,

বাবা যেন বলছে খোকায়

মিষ্টি এনেছি আজ।।

No comments