Banner728x90

Breaking News

জ্যাম | কবিতা | রবিউল ইসলাম

জ্যাম

এস এম রবিউল ইসলাম (রবি)


ঢাকা শহর
জ্যামের হাড়ি,
গাড়ি দেখ
সারি সারি।

যাত্রী তুমি
যাচ্ছো কোথায়?
অতি কাজে
যাত্রাবাড়ী।

চড়ো-না ভাই?
হেটেই-না যাই,
লাগবে কতো?
ঘন্টা চা'রেক।

হেটেই চলি,
কেন রে ভাই?
আগেই যাবো
বসো রে ভাই।

বসে ছিলাম
ঘন্টা দু'য়েক,
গেছে মাত্র
মাইল খানিক।

বলছে তখন
হেল্পারে ভাই,
ট্রাফিক আইন
মানছে ক'জন?

বললাম আমি
মানছো তুমি?
চুপসে গেল
মুখটা খানি।।

No comments