Banner728x90

Breaking News

কুমিল্লায় ৫১ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুরপুর এলাকা হতে ৫১ গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি অভিযানে গত ০১ সেপ্টেম্বর দুপুরে জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫১ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ গ্রামের মোঃ শামছু এর ছেলে মোঃ রানা মিয়া (৩০) এবং ২। একই থানার গাজীপুর গ্রামের মৃত জুলফু মিয়া এর ছেলে মাহে আলম (৪২)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে,তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

No comments